ফরয গোসলের নিয়ম ও কালিমায়ে তামজীদ
যে কাপড় পরিধান করিয়া স্ত্রীর সহিত মিলন করে অথবা যে কাপড় পরিধান অবস্থায় স্বপ্ন দোষ হয়, সেই কাপড় ছাড়িয়া অন্য কাপড় পড়িয়া গোসল করা উত্তম। যদি কাপড়ের অভাব হয় তাহা হইলে পরিহিত অবস্থায় যে কাপড়ে নাপাক লাগিয়াছে তাহা ভালমতে খুঁজিয়া বাহির করিয়া গোসলের পূর্বে ভালমতে দৌত করিতে হইবে। গোসলের প্রথমে দুই হাত কব্জা পর্য্যন্ত ধুইবে, তারপর শরীরের কোন অংশে নাপাকী লাগিলে তাহা ধৌত করিবে। অতঃপর গুপ্তস্থান ভালমতে ধৌত করিবে। তারপর
(বিছমিল্লাহির রাহমানির রাহীম) পড়িয়া পরবর্তী নিয়ত করিবে
ফরয গোসলের নিয়তের বাঃ উঃ– নাওয়াইতুল গোছলা লি-রফইল জানাবাতে।
ফরয গোসলের নিয়তের অর্থ:- আমি জানাবাত’ (সহবাস ও শুরু নির্গমন সম্পর্কীয় অপবিত্রতা দূরীকরণার্থে গোসলের নিয়ত করিলাম।)
অযুর নিয়ম,নিয়ত ও দোয়া। ojur dua bangla>>>>>>
তারপর অযুর নিয়ত না করিয়া ও অন্যান্য দোয়া না পড়িয়া অযু করিবে কিন্তু পা দৌত করিবে না। পরে সমস্ত শরীর একবার পানি দ্বারা ভাল মতে ধৌতো করিয়া দ্বিতীয়বার পানি দ্বারা গোসল করিবার সময় বারবার
(বিছমিল্লাহির রাহমানির রাহীম)
পড়িবে এবং কলেমায়ে তমজীদ পাঠ করিবে।
কালেমায়ে তামজীদ
কালিমায়ে তামজীদের উঃ— লা-ইলাহা ইল্লা আন্তা নূরাইয়্যাহাদয়াল্লাহু লি-নূরিহী মাইয়্যাশাউ মুহাম্মাদুর রাছুলুল্লাহে ইমামূল মুরছালীনা খাতেমূন্ নাবিয়্যীন।
কালিমায়ে তামজীদের অর্থ: (হে আল্লাহ্!) তুমি ব্যতীত অন্য কোন মা’বুদ (এবাদতের যোগ্য) নাই। তুমি নূর, আল্লাহ্ তা’আলা যাহাকে চাহেন তাঁহার নূরের দিকে হেদায়েত দান করেন। হযরত মুহাম্মদ মোস্তফা ছাল্লাল্লাহু আলাইহে ওয়াছাল্লাম আল্লাহ্
তা’আলার রাছুল, রাছুলগণের ইমাম এবং নবীগণের সর্বশেষ।
তাহাজ্জুদ নামাজের নিয়ত এবং তাহাজ্জুত নামাজের নিয়ম>
এইভাবে তৃতীয়বারও “বিছমিল্লাহির রহমানির রহিম” এবং “কলেমায়ে তমজীদ“পড়িয়া সম্পূর্ণ শরীর ভালমতে ধৌত করিয়া গোসল শেষ করিবে। অতঃপর অন্যত্র পানি দ্বারা তিনবার পা ধৌত করিবে এবং শুক্না কাপড় পরিয়া নামাজ অথবা ইবাদত-বন্দেগীর জন্য পুনরায় অযু করিতে হইবে।
মৃরদারকে গোসল দেওয়া ওয়াজিব। শুক্রবার দিন, দুই ঈদের দিন, আরফার দিন ও কাফের মুসলমান হইতে চাহিলে গোসল করা সুন্নত।
শবেবরাত ও শবে কদরের রাত্রিতে মাগরিবের নামাজের পর ইবাদতের উদ্দেশ্যে গোসল করা মোস্তাহাব।
Tage:আমল, ইসলাম
Nazrul songit:
এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি || নজরুল সংগীততাওহীদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম || কাজী নজরুল ইসলামহে নামাজী! আমার ঘরে নামাজ পড় আজ || কাজী নজরুল