শবে কদরের ফজিলত ও আমল
শবে কদরের ফজিলত রমযান মাসের ছাব্বিশ তারিখে সূর্য্যাপ্ত যাইবার সময় পরবর্তী দোয়াটি চল্লিশ বার পাঠ করিলে চল্লিশ বৎসরের ছগীরাহ গুনাহ্ মাফ হইবে।
দোয়াটি এই
سبحان الله والحمد لله ولا إله إلا الله والله اكبر
বাঃ উঃ- সুবহানাল্লাহে ওয়াল্ হামদু লিল্লাহে ওয়া লা-ইলাহা ইল্লাল্লা ওয়াল্লাহু আকবর।
পবিত্র হাদীছ শরীফে আছে, এই রাতে আরও চার রাকাত নামাজ পড়া যায়। প্রত্যেক রাকাতে সুরা ইন্না আনযালনা” তিন বার এবং সূরা “ইখলাছ”। পঞ্চাশ বার পড়িবে। নামাজের পর সিজদায় যাইয়া নীচের দোয়াটি একবার পড়িবে।
سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبره
বাঃ উঃ— সুবহানাল্লাহি ওয়াল্ হামদু লিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আব্বর।
অর্থঃ আমি আল্লাহ্ তায়ালার পবিত্রতা বর্ণনা করিতেছি এবং সমস্ত প্রশংসা আল্লাহ্ তায়ালার জন্য, এবং আল্লাহ্ তায়ালা ব্যতীত অপর কোন মা’বুদ নাই। আর আল্লাহ্ তায়ালা সর্বশ্রেষ্ঠ।
তারপর যে দোয়া করিবে, কবুল হইবে। আল্লাহ্ তায়ালা তাহাকে অসীম নিয়ামত দান করিবেন এবং সমস্ত গুনাহ্ মাফ করিবেন।
আরো পড়ুন শবে কদরের নিয়ত ও নিয়ম
আরো পড়ুন অযুর নিয়ম
আরো পড়ুন তারাবি নামাজের নিয়ত নিয়ম tarabi namazer niyom niyot
আরো পড়ুন তারাবি নামাজের মোনাজাত tarabi namajer monazat
আরো পড়ুন ফরয গোসলের নিয়ম
নজরুল সঙ্গীত nazrul songit